শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

চৌহালীতে প্রাণিসম্পদ প্রদর্শণী ও সেবা সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের চৌহালীতে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলা খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি স্কুল মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সপ্তাহব্যাপী এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার । উপজেলা নির্বাহী অফিসার  মাহবুব হাসানের সভাপতিত্বে প্রাণিসম্প্রসারণ অফিসার কৃষিবীদ ডাঃ জান্নাতী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, অতিরিক্ত কষি অফিসার সাব্বির আহমেদ রিফাত, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান,উপজেলা প্রোগ্রামার স্বম্পা কর্মকার, উপসহকারি কৃষি কর্মকর্তা শরিফ উদ্দিন প্রমুখ।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম ৷মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ৩৬টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রদর্শণী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী। প্রদর্শনীতে উপজেলার শতাধিক গবাদি পশু প্রদর্শণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মাহবুব হাসান বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। একক, ক্ষুদ্র ও যৌথ খামারিদের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যম্যে সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। আমরা আশা করছি আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ