জামালপুরের বকশীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অ্যাডভোকেট গোলাম মোস্তফা আজাদ (৬০) নামে এক এডভোকেট নিহত হয়েছেন।১৩ এপ্রিল রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়ে এই ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা আজাদ উপজেলার ধানুয়া-কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সোনা মিয়ার ছেলে। তিনি শেরপুর জেলা জজ কোর্টে আইন পেশায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরে ব্যক্তিগত কাজ শেষে পৌর শহরের উত্তর বাজার এলাকার নিজ বাসায় ফিরছিলেন প্রবীণ এই আইনজীবী। কিন্তু মালিবাগ মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক গোলাপ মিয়াকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
জামালপুরের বকশীগঞ্জে ট্রাকচাপায় আইনজীবী নিহত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪