বৃহস্পতিবার , ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী এসোসিয়েশনের মিলন মেলা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী এসোসিয়েশন এর ১ম মিলন মেলা২০২৪ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই মিলন মেলার উদ্যোক্তা ও সমন্বয়কারীদের সাথে কথা বলে জানা গেছে, একদন্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন তৈরির উদ্যেশ্যে এই আয়োজন করা হয়েছে।
একমাসের প্রচার প্রচারনাশেষে নিজেদের নাম রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রায় ৩শ প্রাক্তন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
আমরা সেখানে প্রত্যেকের মধ্যে আমাদের লগো সম্বিলিত টি শার্ট বিতরণ করা হয়। টি শার্ট পড়ে শোভা যাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি একদন্ত বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের  উচ্ছাস প্রকাশ করেন।
এর ফাকেই আনন্দ আড্ডা, গল্প ও ছাত্র জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থন করা হবে। দুপুরে নামাজ সম্পন্ন করা অতপর দুপুরের খাবার সম্পন্ন করা হবে।
প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সঙ্গে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়া সারাদিনই সাবেক শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় বিদ্যালয় প্রাঙ্গণ। হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন। খোলামেলা পরিবেশে সেজেছিল নতুনের বার্তা নিয়ে।
শনিবার(১৩ এপ্রিল) সারাদিন ব্যাপি মিলন মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একদন্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিলন মেলা অনুষ্ঠানের আহবায়ক ইসমাইল সরদার।
একদন্ত ুউচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিলন মেলায় এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এজেডএম আব্দুল জলিল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সিটি কলেজের অধ্যাপক খালেকুজ্জামান, ডা. জিল্লুর রহমান, ব্যাংকার আব্দুস সামাদ, অবসর প্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ,  সচিব মো: আব্দুস সোবহান((২১তম বিসিএস প্রশাসন খাদ্য মন্ত্রণালয়)
শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএসসি ৭১ ব্যাচ ইব্রাহিম খলিল, নৌবাহিনীর সিনিয়র চীফ পেটি অফিসার ও জাতীয় এ্যাথলেটিক কোচ রফিকুল ইসলাম,  ঢাকা সিটি কলেজের অধ্যাপক আতাউর রহমান,
শহীদ সরকারি বুলবুল কলেজের সহ:অধ্যাপক ফরিদ আহমেদ, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসএসসি ৮৫ ব্যাচের মতিউর রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যাত্রাপুর মানসুরিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
উক্ত মিলন মেলায় প্রায় ৩শ জন প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।