পাবনার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম। গত (৮ এপ্রিল ) সোমবার জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী। জানা গেছে, ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, ডাকাতি মামলার আসামিকে জানবাঁজি রেখে আটকসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় মার্চ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মো. রফিকুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল বিপ্লব কুমার গোস্বামীসহ অন্যান্য কর্মকর্তাগণ।

শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি রফিকুল ইসলাম
প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ এপ্রিল, ২০২৪