শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা আব্দুর রাজ্জাক হত্যার রহস্য উদঘাটন 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
পাবনা চাঞ্চল্যকর আত্মসমর্পণকৃত সর্বহারা নেতা আব্দুর রাজ্জাক হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে ব্যবহত ৩ টি বিদেশি পিস্তলসহ ৫ জনকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন, পাবনা সদর হরিনারায়ণপুর এলাকার মো. বক্করের ছেলে মো. ওহিদুল্লাহ (৪৫), পশ্চিম সাধুপাড়া এলাকার মো. মহসিন রেজার ছেলে মো. আকাশ (৩০), একই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শোভন শুভ১ (২৮), চড় সাধুপাড়া এলাকার মৃত: রুস্তমের ছেলে মো. আব্দুল হান্নান (৪৮), চর শিবরামপুর এলাকার মো. কালু বিশ্বাসের ছেলে মো. আ: রহমান (৩৫)।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী। পুলিশ সুপার জানান, গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপির গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী আসামি মো. ওহিদুল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকাশ ও শোভোনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আব্দুল হান্নানকে দুইটি অস্ত্র ও আব্দুর রহমানকে ১টি অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আসামী ওহিদুল্লাহ ও ভিকটিম আ: রাজ্জাক একই এলাকার। পারিবারিক সূত্র ধরেই তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। পরে বাড়ি-ঘর ভাংচুর, মারামারি এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উভয়ের মধ্যে চরম শত্রুতা শুরু হলে ওহিদুল্লাহ নিজ এলাকা ছেড়ে শহরের সাধুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। এরই জেরে ওহিদুল্লাহ আ: রাজ্জাককে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন (১৭ মার্চ) আসামি ওহিদুল্লাহ স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে তার অপর দুই সহযোগীদের নিয়ে মোটরসাইকেল যোগে সাধুপাড়া থেকে মানিক নগর বাজারে যায় এবং সুযোগ বুঝে বিল্টুর দোকানে চা খাওয়া অবস্থায় আ: রাজ্জাককে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, আসামীদের কাছ থেকে তিনটি 7.65 বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড অবিস্ফোরিত গুলি, পাশে পরে থাকা ৬ রাউন্ড গুলির খোসা ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি মটর সাইকেল উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।