সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধনের বীজ, পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৮এপ্রিল) সকালে সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল ডাক্তার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ সিফাত, সহকারী কৃষি অফিসার মোবারক হোসেন, ছানোয়ার হোসেন, মোহাম্মদ আলী, আনসার ভিডিপির আঃ মান্নান প্রমুখ। চৌহালী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৬০ জন কৃষকদের মাঝে ৫ কেজি করে ধান ১কেজি করে পাট বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয় । সরকারের বিনামুল্যে সার ও বীজ পেয়ে উপজেলার কৃষকরা খুব খুশি।
শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চৌহালীতে পাট ও ধানে বীজ বিতরণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ এপ্রিল, ২০২৪