মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী থানার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এএসআই ফেরদৌস আলমের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে এবং স্থানীয় সংবাদকর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাত আট টায় থানার অফিসার্স রুমে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এসআই রাশেদুজ্জামানের সঞ্চালনায় বিদায়ী পুলিশ সদস্য সহ অন্যান্য পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী এএসআই ফেরদৌস আলম আবেগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই আব্দুল মালেক,কনস্টেবল আব্দুল বাতেন প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী এএসআই ফেরদৌস আলমের হাতে আনুষ্ঠানিকভাবে ফুল সহ সম্মাননা উপহার প্রদান করা হয়। পরে অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন স্থানীয় গণমাধ্যমকর্মীগনের কার্যক্রমে প্রশংসা করে বলেন, মহামারী করোনা ভাইরাস ( কোভিড-১৯) প্রতিরোধে এবং আইন শৃক্সখলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভুমিকা ছিল প্রশংসনীয়।
তিনি বলেন, স্থানীয় সংবাদকর্মীরা আইন শৃক্সখলা রক্ষায় পুলিশকে যথেষ্ট সহযোগিতা করে আসছে। তাই তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজস্ব তহবিল হতে দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে বিতরণ করেন । এসময় আটোয়ারী থানার সকল পুলিশ অফিসার, কনস্টেবল সহ আটোয়ারী প্রেস ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।