বৃহস্পতিবার , ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৫ই রজব, ১৪৪৭ হিজরি
স্মৃতিময় বৈশাখ – রেজাউল করিম রোমেল
প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
সেদিনের সেই মিষ্টি সকালে
তোমার সাথে হয়েছিল দেখা
বলেছিলে কথা আমারই সাথে
চোখে চোখে চোখ রেখে
কেটেছিল কিছুটা সময়।
আবার কি হবে দেখা
ঠিক সেদিনের মতো
হবো কি দুজন দুজনার
পৌরউদ্যানে
উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে
নব উদ্যমে
বছরের প্রথম দিনে।