পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে অভিযান চালিয়ে চিত্রা এক্সপ্রেস ট্রেন থেকে ৪কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত লিটু লিটন ইসলাম এর ছেলে মো. টুটুল ইসলাম (৩৫),। রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. শাহাব উদ্দীনের নির্দেশে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান এর নেতৃত্বে এস আই আবু সাইদ, এএসআই সোহান কুমার সঙ্গীয় ফোর্সসহ রাত ১. ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে ৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪