পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে ঘরে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীমোড়স্থ মৃত মল্লিক সরদারের ছেলে মো. বাচ্চু মল্লিকের বাড়িতে ঘরে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, যখন ঘুমের সাগরে নিমজ্জিত সমস্ত এলাকা ঠিক তখনই কে বা কাহারা শত্রুতা বশত মো. বাচ্চু মল্লিকের পরিবারকে আগুনে পুড়িয়ে মারতে ঘরে পেট্টল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। শরীরে আগুনের আঁচ লেগে ঘুম ভেঙ্গে যায় মো. বাচ্চু মল্লিক ও তার স্ত্রী এবং সন্তানদের। তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে মো. বাচ্চু মল্লিকের পরিবারের সবাই প্রাণে বেঁচে গেলেও দেড় ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের সবকিছু । এই ঘটনায় ভীতস্ত এবং আতঙ্কিত পুরো পরিবারসহ এলাকাবাসী। রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কান্তি কুমার মোদক জানান, আগুন লাগার খবর পেয়ে ভোর ৪ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে রুপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। মামলার প্রস্ততি চলছে বলে জেনেছি। তবে এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে বসত বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা
প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ এপ্রিল, ২০২৪