পাবনার ঈশ্বরদীতে র্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. নূর ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পাবনা র্যাব-১২,। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাজারের পূর্ব দিকে মুলাডুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে আসামী মো. নূর ইসলাম আটক করা হয়।
মো. নূর ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার গোরকমন্ডপ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন, পাবনা র্যাব-১২, সিপিসি-২, এর কম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান।