হঠাৎ করে পায়নি একুশ
হাবুডুবু খাই ছি শত,
ভাষার দিশা খুঁজে পেতে
রক্ত দিব মনের মত।
শক্ত হাতে ধরছে চেপে
মাতৃভাষা মারবে কষে,
জীবন দিতে নামছি মাঠে
ছিটকে গেছে অবশেষে।
বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি
একুশ – মো: মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪