হঠাৎ করে পায়নি একুশ
হাবুডুবু খাই ছি শত,
ভাষার দিশা খুঁজে পেতে
রক্ত দিব মনের মত।
শক্ত হাতে ধরছে চেপে
মাতৃভাষা মারবে কষে,
জীবন দিতে নামছি মাঠে
ছিটকে গেছে অবশেষে।
শুক্রবার , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
একুশ – মো: মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪