বৃহস্পতিবার , ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

সুজানগরে সন্ত্রাসী হামলায় বীরমুক্তিযোদ্ধা সহ গুরুতর আহত ৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় বীরমুক্তিযোদ্ধা সহ গুরুতর আহত হয়েছে ৪ জন। আহতরা হলেন, চলনা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান (৭৯) ওরফে আফাজ, মৃত ইনতাজ মহরীর ছেলে স্বপন (২৭), আফসার প্রামাণিকের ছেলে মুক্তার (৪০) ও ইকতার (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের চলনা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সুজানগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহারের ভিত্তিতে জানা যায়, চলনা গ্রামের জব্বার প্রামাণিকের ছেলে হাদি, আফতাব প্রামাণিকের ছেলে সায়েম, আতিয়ার প্রামাণিকের ছেলে ময়নুল ও সুলতান সহ প্রায় ১০ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে স্বপনের উপর হামলা করে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে। স্বপনের চিৎকারে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তার প্রামানিক ও ইকতার এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের কে এলোপাথাড়ী কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাদের ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ