পাবনার ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মো. সেলিম রেজাকে (২৯) বিয়ের দাবিতে দুদিন ধরে অনশন করছেন এক তরুণী। তাকে বিয়ে না করলে বিষপানে আত্মহত্যা করারও হুমকি দিয়েছেন তিনি। জানা যায়, সেলিম রেজার সঙ্গে ওই তরুণীর ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। বিয়ে না করেই স্বামী-স্ত্রীর পরিচয়ে ঢাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘ এক বছর যাবত একসঙ্গ থেকেছেন তারা দুজনে। তবে ভুক্তভোগী নারীর অভিযোগ, এখন সেলিম তাকে বিয়ে করতে রাজি নন। দুদিন আগে তিনি আরেক মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন সেলিম। বিষয়টি জানাজানির পর ওই তরুণী সেলিমের বাড়িতে যান। সেখানে গিয়ে বিয়ের দাবি করলে সেলিমের পরিবারের সদস্যরা ওই তরুণীর ওপর ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের করে দেন তাকে। তরুণীর দাবি, বিয়ে না করা পর্যন্ত তিনি সেলিমের বাড়ি থেকে বের হবেন না। এরই মধ্যে ঈশ্বরদী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী মোছাঃ রিয়া খাতুন। ভুক্তভোগী মোছাঃ রিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সেলিমের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেম। সে হঠাৎ অন্য কোথাও বিয়ে করবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। সে আমাকে বিয়ে করবে এটাই আমার শেষ কথা। এছাড়া আমি আর অন্য কোন কথা জানি না। বিয়ে না করলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। ও আমাকে জড়িয়ে খারাপ খারাপ ভিডিও করেছে, যেগুলো দেখিয়ে আমাকে অনেক সময় ব্ল্যাকমেইল করেছে এবং দুই তিন লাখ টাকাও আমার কাছ থেকে হাতিয়ে নিয়েছে এভাবে। এখন আমি সর্বস্বান্ত। আমার পরিবারের লোকজন আমাকে আর মেনে নেবে না। এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই আমার। এ সব অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিকরা সেলিমের বাড়িতে গেলে জানা যায় তিনি তার শ্বশুরবাড়িতে আছেন। তবে তার শ্বশুর বাড়িতে গেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান সেলিম। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এমন একটি ঘটনার লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে অন্য মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে প্রেমিকের অবস্থান, অনশনে প্রেমিকা
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪