শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যেখানে আজ ঈদ আসেনি – এইচ এম মুস্তাফিজ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ আগস্ট, ২০২০

ঈদ নআসেনি আজ পিতৃমাতৃহারা ঐ এতিমের মনে,

ক্ষুধার কারণে যারা রুটি কেড়ে নেয়

কুকুরের মুখ থেকে।
দুমুঠো অন্নের খোঁজে যারা মুখ গুঁজে থাকে
ডাস্টবিনের ময়লার স্তুপে!
বস্তিবাসী,গলির পথশিশুর জীবনে আজ ঈদ আসেনি,
ঈদ আসেনি ঐ বাচ্চা মেয়েটির পলিথিনের ঘরে,
যে বকুল মালা বিক্রি করে পাওয়া সাড়ে সতের টাকায়
মায়ের পথ্য কিনে ঘরে ফেরে!
দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত নগ্ন পদে ছুটে চলা,
বস্ত্রহীন বা অর্ধনগ্নের জীবনেও কোনো ঈদ আসেনি।
মহামারীর মহাপ্রলয়ে বিধ্বস্ত এই নগরে আজ ঈদ নেই,
ঈদ আসেনি আজ কভিডের থাবায় প্রাণহারা ঐ
অগণিত পরিবারে!
শোকাতুর,বাকরুদ্ধ,এই নির্বাক স্বজনহারাদের
হৃদয়েও আজ ঈদ আসেনি।
ঈদ আসেনি করোনার বিষাক্ত ছোবলে আক্রান্ত
লক্ষ-কোটি মানুষের দোরে!
তাদের ঈদ আজ বন্দী দেখেছি মিডিকেল রুমে ভেন্টিলেটরের শ্বাসপ্রশ্বাসে!!
বিনাশী বন্যার করাল গ্রাসে আজ বাস্তুহারা
লক্ষ কোটি মানুষ!
প্লাবনের এই শত্রুবৎ আক্রমনে বিপর্যস্ত হাজারে হাজার জনপদ,,তাদের সীমাহীন শোকতাপকে এতটুকু শীতল করতে পারেনি এই ঈদের ঝর্ণাধারা।
বানের জলে ভেসে গেছে কত বসতভিটা,
বিলীন হয়েছে শত নিলয়,
কোথাও তাদের একটু মাথা তুলবার ঠাঁই নেই,
নেই কোনো নিরাপদ আশ্রয়!
দেখেছি তাদের ঈদ আজ হারিয়ে গেছে
প্লাবনের নৃশংস স্রোতধারায়,
তাইতো এখানে ঘটেনি আজ কদাচিৎ  ঈদের আগমন।
আজি কৃষকের ঈদ ডুবে গেছে ঘাতক বন্যার জলে,
হাহাকার করিছে তা স্বপ্নগ্রাসী ঐ জলরাশির তলে!
দেশের মেরুদণ্ড প্রস্তুতকারী এই বানভাসীর
জগতে আজ ঈদ আসেনি!
ঈদ আসেনি আজ সাম্রাজ্যবাদের লোলুপ দৃষ্টি পড়া
মজলুমের দেশে,আসেনি ঈদ রক্তের স্রোতে ভাসা
ফিলিস্তিনের পবিত্র ভূমিতে!
আরব সাগরের জলতরঙ্গে ভাসমান সিরিয়ান
সেই নিষ্পাপ শিশুর মায়ের কোলে আজ ঈদ আসেনি!
ঈদ আসেনি আজ জালিমের দেওয়া লেলিহান শিখায়
ভস্মিত শত লক্ষ মানুষের পাড়ায়।
এইচ এম মুস্তাফিজ,
শিক্ষার্থীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
E-mail: hmmustafiz2@gmail.com

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।