পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন শানু (৪০) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শামীম কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার আবুল মুন্সীর ছেলে। ওই এলাকার স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে পুকুর সংস্কারের জন্য এসকেভেটর দিয়ে পুকুর সংস্কারের কাজ করতেছিল। প্রতিদিনের মতো শামীম পুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক সেচ পাম্প লাগায়। পরে সেচ পাম্পে ট্রুটি দেখে নিজেই ইলেকট্রিক তারে হাত দেয়। তারটি লিক থাকায় শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ মার্চ, ২০২৪