যশোরের অভয়নগরে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ আমিনুর শেখ(৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২০মার্চ) বিকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রফেসরপাড়া এলাকার মাদক ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার প্রফেসরপাড়া গুয়াখোলা গ্রামের মৃত- মোতালেব শেখের ছেলে। এবিষয়ে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এস.এম শাহীন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফ পরিদর্শক লায়েক উজ্জামান, উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান, সহকারী উপপরিদর্শক বিপ্লব চক্রবর্তী, মোঃ আরিফুজ্জামান, সিপাহি নাজমুছ সাকিব, আছিয়া খাতুন, আশিকুজ্জামান সজল ও গাড়ি চালক ইদ্রিস আলী মোল্লার সমন্বয়ে একটি অভিযানিক টিম ২০ মার্চ বিকালে আসামি মোঃ আমিনুর শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম অবৈধ মাদক গাঁজাসহ মোঃ আমিনুর রহমান শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক আসামিকে অভয়নগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১৪(৩)২৪। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক আসামিকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অভয়নগরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪