পাবনার ঈশ্বরদীতে মুদি দোকানের দেয়াল ভেঙ্গে নগদ টাকা ও বিভিন্ন ধরণের মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার (১৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শহরের ফতেমোহাম্মাদপুর লোকেসেড পানির ট্যাংকির মোড়ে মো. শাকিব হোসেনের দোকানে ভয়াবহ চুরির এই ঘটনা ঘটে। ঈশ্বরদী ফতেমোহাম্মাদপুর এলাকার মো. আব্দুল বারীর ছেলে ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী মো. শাকিব হোসেন জানান, রেলওয়ের লোকেসেড পানির ট্যাংকির মোড়ে গত ৮মাস আগে বাঁধন স্টোর নামে একটি মুদির দোকান বসিয়েছেন। সেখানে মুদি মালামালের পাশাপাশি টাকা লেনদেনের বিকাশ, কনফেকশনারি পণ্য বিক্রয় করা হতো। মঙ্গলবার ভোরে দোকানের পাশে বসবাসকারী রানা নামের এক প্রতিবেশি দোকানের ভেতর আলো জ্বলতে দেখে আরেক প্রতিবেশি ইসমাইল হোসেনকে জানান। তাদের নিকট থেকে খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন দোকানের দেয়াল ভেঙ্গে বিভিন্ন ধরণের মালামালসহ নগদ টাকা নিয়ে গেছে চোরেরা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ম্যাসেজ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মুদি ব্যবসায়ী মো. শাকিব হোসেন লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।