বুধবার , ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আটোয়ারীতে ঈদ-উল-আযহা উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক গরুর মাংস বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ আগস্ট, ২০২০

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ঈদ- উল-আযহা উপলক্ষে দবিদ্র ও অতিদরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শনিবার ( ০১ আগস্ট) উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর আয়োজনে পঞ্চগড় সুগার মিল্স লিঃ আটোয়ারী উপজেলা জোনাল অফিস চত্বরে স্বাস্থ্যবিধি মেনে গরুর মাংস বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপকারভোগীদের উদ্দেশ্যে মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন এবং উপজেলার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারদের মাঝে ঈদ-উল-আযহার দিনে গরুর মাংস বিতরণ করার জন্য ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দিয়ে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

 

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহকারী কর্মসুচি কর্মকর্তা ও ইনচার্জ শাহাজাহান সিরাজ স্বাগত বক্তব্যে বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ ,কোরবানী কর্মসুচি-২০২০ এর মাধ্যমে আটোয়ারী উপজেলায় ৭০টি দরিদ্র ও অতিদরিদ্র পরিবার যাদের মাংস কেনার সামর্থ নেই, সেই সকল পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হচ্ছে। কোরবানী ঈদ উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ থেকে রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি পরিবারকে দুই কেজি করে গরুর মাংস বিতরণ করা হচ্ছে। উপকারভোগীদের মধ্যে অনেকেই বলেন, আজকের এই গরুর মাংস পেয়ে খুব খুশী হয়েছি। অভাবের সংসারে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পরব।

 

উপকারভোগীরা মাংস পেয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃপক্ষের সু¯স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফিল্ড অফিসার সামছুল হক , আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ