শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঐত‌ি‌হাস‌ি‌ক ১৭ মার্চ – মো: আলমগীর হ‌োস‌ে‌ন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মার্চ, ২০২৪
শ‌ে‌খ লুৎফর রহমান ও মা সাহ‌ে‌রার ঘর‌ে
ঐত‌ি‌হাস‌ি‌ক ১৭ মার্চ জন্ম  শ‌ে‌খ মুজ‌ি‌ব,
বাংলার অব‌ি‌সংবাদ‌ি‌ত  ন‌ে‌তা হয়‌ে
জ্বাল‌ি‌য়ে‌ছে বাংলার স্বাধীনতার  প্রদীপ ।
ইত‌ি‌হাস‌ে‌র এই দ‌ি‌নে বহু জ্ঞানীজন
পৃথ‌ি‌বীত‌ে কর‌ে‌ছেন নব আগমন,
নানা শ‌ে‌খ আব্দুল মজ‌ি‌দ বল‌ে‌ছেন
নাতী  জগৎজুড়‌ে খ‌্যাত‌ি করব‌ে অর্জন ।
গাঁয়‌ে‌র সবুজ শ‌্যামল মুগ্ধতায়
দ‌োয়‌ে‌ল ফড়‌ি‌ং শ‌ি‌কার ঘুর‌ে ফীর‌ে,
দুরন্তপনা কৈশ‌োর কাট‌ে তাঁর
টুঙ্গীপাড়ার বাইগার নদীর  তীর‌ে ।
ক‌ি‌শোর  শ‌ে‌খ মুজ‌ি‌ব ব‌ি‌দ‌্যালয়‌ে‌
দর‌ি‌দ্র ছাত্রদ‌ে‌র কল‌্যান‌ে কাজ কর‌ে‌ন,
বাড়ীর ম‌ে‌ৗলভীগণ‌ে‌র কাছ‌ে তি‌নি
বাংলা আরব‌ি অংক ইংর‌ে‌জি পড়‌ে‌ন ।
দ‌ে‌শের সংকট‌ে বঙ্গবন্ধু শে‌খ মুজ‌ি‌ব
জনগণ‌ে‌র পাশ‌ে‌ থে‌কে সংগ্রাম শুরু কর‌ে,
প‌ি‌তামাতার আদর‌ে‌র বড় ছ‌ে‌লে,
ন‌ি‌র্যাতি‌ত হয়‌ে বার বার য‌ে‌তে হয় জ‌ে‌লে ।
বাংলার স্বাধীনতা দ‌ি‌য়ে‌ছে শ‌ে‌খ মুজ‌ি‌ব
মহান ন‌ে‌তার প্রত‌ি  জাত‌ি‌র রয়‌ে‌ছে ঋণ,
আজ ঐত‌ি‌হাস‌ি‌ক ১৭ মার্চ শুভ হ‌োক
বাঙ্গালী জাত‌ি‌র প‌ি‌তার  জন্মদ‌ি‌ন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।