শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মার্চ, ২০২৪
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল যোগে বন্ধুকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মিজানুর রহমান মিজান (১৬) ও সিয়াম হোসেন (১৫) নামের দুই শিক্ষার্থীর। আহত হয়েছে আারও দুইজন।  শনিবার (১৬মার্চ) সকাল পনে ১১ টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কস্থ ঈশ্বরদী সাঁড়ার রাজু হলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিজান ঈশ্বরদী শহরের পিয়ারাখালির নাজমুল হোসেনের ছেলে আর সিয়াম একই উপজেলার সাঁড়ার ভাদুর বটতলা এলাকার তহিদুল ইসলাম সাইদুলের ছেলে। সিয়াম ইয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় ও মিজানুর রহমান মিজান ঈশ্বরদীর একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। তাদের দুইজনের নানার বাড়ি সাঁড়ার শেখেরচক গ্রামে। আহত অপরজন হলেন, রাজশাহীর বাঘার বেংগাড়ি এলাকার আব্দুস সোবহান কাজীর ছেলে শফিকুল ইসলাম (৩২)। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সুত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেল যোগে দুই বন্ধু মিজানুর রহমান মিজান ও সিয়াম ঈশ্বরদীর দিক থেকে নানার বাড়ি শেখেরচক গ্রামে যাচ্ছিল। অপর দিকে বাঘা থেকে একটি মোটরসাইকেল যোগে শফিকুল ইসলাম ঈশ্বরদীর দিকে আসতে ছিলো। ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মিজানুর রহমান মিজান ও তার বন্ধু সিয়াম গুরুতর ও শফিকুল ইসলাম আহত হন। ঐই এলাকার স্থানীয়রা ও ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিজানুর রহমান মিজানের মৃত্যু হলেও তার বন্ধু সিয়ামের মৃত্যু হয় হাসপাতালে গিয়ে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার ইব্রাহিম হোসেন জানান, আহত মিজানুর রহমান মিজান ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় রামেক প্রেরণ করা হয়। পরে শফিকুলকেও রামেক প্রেরণ করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. রফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।