বুধবার , ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ঈশ্বরদীতে কনফেকশনারীর দোকানে আগুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
পাবনার ঈশ্বরদীতে একটি কনফেকশনারীর দোকানে আগুন লেগে ছাই হয়ে গেছে। মঙ্গলবার  ১৩ মার্চ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঈশ্বরদী উপজেলা রোডস্থ ব্রাক অফিসের পাশে সাজেদা ফাউন্ডেশনের সামনে একটি কনফেকশনারী দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশা চালক জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি ওখানে আগুন লেগে দাও দাও করে জ্বলছিল। সেই মুহূর্তে সাজেদা ফাউন্ডেশনের সামনে কনফেকশনারী দোকান মালিককে জানাই আপনার প্রতিষ্ঠানের সামনের দোকানে আগুন জ্বলছে আপনি চলে আসুন। দোকান মালিক আসতে আসতেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস  এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের  মালিক মো. আব্দুল সেলিম জানান, প্রতিদিনের ন্যায় আমি রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। রাত ৩ টার দিকে এক রিক্সাচালক আমার পরিচিত মোঃ শহিদুল আলমের মোবাইলে ফোন করে বলে যে, আমার উক্ত ঢোপ দোকান ঘরে আগুন লেগেছে। তখন সাজেদা ফাউন্ডেশন দায়িত্বরত শহিদুল ইসলাম  আমাকে জানালে আমি আমার উক্ত দোকানের সামনে এসে দেখি ফায়ার সার্ভিসের লোকজন আমার দোকানে লাগা আগুন নিভাচ্ছে। ততক্ষণে আমার দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় সোয়া ২ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কি ভাবে আগুনের সূত্রপাত টি ঘটেছে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ