বৃহস্পতিবার , ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নাগরপুরে পেঁয়াজ চাষে কৃষকের মুখে হাসির ঝিলিক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মার্চ, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে  সম্প্রসারিত হচ্ছে পেঁয়াজ চাষ, কৃষকের মুখে হাসির ঝিলিক। পেঁয়াজের ঘাটতি পুরনের লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি বিভাগের প্রকল্পের আওতায় কৃষকদের বিনামুল্যে দেয়া হয়েছে পেঁয়াজের বীজ, সারসহ কৃষি প্রনোদনা। আবহাওয়া অনুকুল থাকায় পেঁয়াজের ফলনও হয়েছে ভালো। কিছু কৃষক (মিশ্র ফসল) আখ খেতে পেয়াজের আবাদ করে লাভবানের আশা করছেন। এতে খুশি কৃষক ও কৃষি বিভাগ। সফলতা দেখে অনেক কৃষক আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় একটি মসলা ফসল পেঁয়াজ। দেশের প্রায় সব অঞ্চলেই কমবেশী পেঁয়াজের চাষ হয়। উপজেলার কিছু কৃষক আখ খেতে ফাকা জায়গায় পেয়াজ আবাদ করে বাড়তি লাভের আশা করছেন। কৃষকেরা এভাবে যদি একি জমিতে আখ ও পেয়াজ আবাদ করে তাহলে পেয়াজের ঘাটতি কমে আসবে বলে আশা করেন কৃষকেরা। জলবায়ুর পরিবর্তন, বৈরী আবহাওয়া এবং বিভিন্ন রোগ ও পোকার আক্রমণের কারণে দেশে পেঁয়াজের ফলন কম। একারনে দেশের চাহিদা মেটাতে প্রতিবছর বিপুল পরিমান পেঁয়াজ বিদেশ থেকে আমদানী করতে হয়। রফতানী কারক দেশগুলোতে পেয়াজের সংকট দেখা দিলে এর প্রভার পরে দেশের পেঁয়াজের বাজারে। হু হু করে বেড়ে যায় পেঁয়াজের দাম। দেশের পেঁয়াজের ঘাটতি পুরনের লক্ষে কৃষি বিভাগ দেশেই বেশী পরিমানে পেয়াঁজ চাষের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে প্রকল্পের মাধ্যমে প্রনোদনা কর্মসুচীর আওতায় কৃষকদের পেঁয়াজ উৎপাদনের জন্য বিভিন্ন উপকরন দেয়া হয়েছে বিনামুল্যে। কৃষি বিভাগের কর্মকর্তাদের সার্বক্ষনিক পরামর্শ ও অনুকুল আবহাওয়া থাকায় পেঁয়াজের ফলন হয়েছে ভালো। ভালো ফলন দেখে কৃষকদের চোখেমুখে খুশীর ঝিলিক। বর্তমানে দেশের পেঁয়াজের বাজার দর ভালো থাকায় আগামীতে আরো বেশী জমিতে পেঁয়াজ চাষের কথা জানিয়েছেন কৃষকরা।
 উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল বলেন, এবার ১২ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। আগামীতে পেঁয়াজ চাষে আরো সফলতা আসবে বলে আশা প্রকাশ করছে কৃষি বিভাগ। দেশের সবর্ত্র যদি পেঁয়াজ চাষ ও পেঁয়াজের বীজ উৎপাদনের পরিমান বাড়িয়ে দেয়া যায় তবে দেশে পেঁয়াজের ঘাটতি পুরনে ব্যাপক ভুমিকা রাখবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ঠরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।