“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন, জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রালী, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৮ মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্ালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার,
কৃষক ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক অসিকুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর গোলাম রব্বানী, জাতীয় মহিলা মহিলা সংস্থার চেয়ারম্যান পপি রানী সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মাহমুদুল হক, প্রশিক্ষণ আহমেদ রুবেল খান,ইকো সুমি খাতুন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা কর্মকর্তা আব্দুল কাদের, বাঁচতে চাই প্রকল্প সমন্বয়কারি রাবেয়া খাতুন, ভিডাব্লিউবি ফুলজান, নারী কর্মী রোকেয়া খাতুন।