পাবনার ফরিদপুরে পূর্বের শত্রুতার জের ধরে জমিতে বিষ প্রয়োগে ফসল নষ্টের প্রতিবাদ করায় জমির মালিক আলম হোসেনসহ ৫জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের ৮জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ডেমরা ইউনিয়নের চকচকিয়া গ্রামে। আহত আলম চকচকিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- আলমের ছোট ভাই শাজাহান আলী (৩০), আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), কছিমুদ্দিন সরদারের ছেলে খাইরুল ইসলাম (৪৫) ও মিঠুন আহমেদ (৩৫)। অপর পক্ষের মোখলেসুর রহমানের ছেলে নাঈম ইসলাম (৩৫), রজব আলীর ছেলে জীবন আহমেদ (৪০) ও মৃত দিলবার আলীর ছেলে জাকিরুল ইসলাম (৪৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কৃষক আলম হোসেন বলেন, এ বছর জমিতে কালো জিরা, পেঁয়াজ ও রসুন আবাদ করা হয়েছে। পূর্বের শত্রুতার জের ধরে প্রায় দুই বিঘা জমির কালোজিরা বিষ প্রয়োগে নষ্ট করেছে । আবার আরেকটি জমির পেঁয়াজ উপড়ে ফেলে নষ্ট করেছে। একইভাবে জমির ফসল তছনছ করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।