শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
পাবনার ঈশ্বরদীতে পাওনা সাত হাজার টাকার জন্য ছেলেকে গাছের সঙ্গে বেঁধে প্রহার করার খবর শুনে ছেলেকে বাঁচাতে গিয়ে হৃদক্রীয়া বন্ধ হয়ে মারা গেলেন মা সেলিনা বেগম (৫২)। ঘটনাটি ভিন্নখাতে চালানোর জন্য কয়েক ঘন্টা চেষ্টাও চালানো হয়। কিন্তু ৯৯৯ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা নুরুল্লাপুর কুতুব মোড়ে এই ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম ওই এলাকার আইয়ুব আলী সরদারের স্ত্রী। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সুত্রে জানা যায়, লক্ষীকুন্ডু  নুরুল্লাপুর এলাকার আইয়ুব আলী সরদারের ছেলে লিমনের নিকট থেকে একই এলাকার নাসিমের ছেলে বিপুল কলা কেনাবেচা বাবদ সাত হাজার টাকা পাওনা ছিল। কয়েকদিন পূর্বে নাসিম ও তার ছেলে বিপুল সেই টাকার জন্য লিমনকে আটক করে। তখন লিমনের বড় ভাই সুমন মধ্যস্থকারী হিসেবে কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দিতে চেয়ে ছোট ভাইকে ছাড়িয়ে আনেন। কিন্তু সময়মত টাকা দিতে পারেনি সুমন। এরই ধারাবাহিকতায় দুপুরে বাড়ি থেকে বের হয়ে ডিম আনার জন্য কুতুব মোড়ে গেলে সুমনকে ধরে গাছের সঙ্গে বেঁধে নাসিম ও তার ছেলে বিপুল ও তাদের সহযোগি ফন্টু মিলে প্রহার করতে থাকে। খবর শুনে রান্না চলাকালেই ভাত ও তরকারি চুলাই রেখেই সুমনের মা সেলিনা বেগম ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে যান। ছেলেকে বেদম প্রহার করতে দেখে বাঁচানোর চেষ্টাকালে অচেতন হয়ে মা সেলিনা বেগম পড়ে যান। দ্রুত উদ্ধার করে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন। সুত্রগুলো মতে, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা পুলিশকে না জানিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের চেষ্টা করেন। কিন্তু নিহতের স্বজনরা অসহায় হয়ে ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।