শুক্রবার , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৭ হিজরি
দূরসম্পর্কের আত্মীয়~নাঈম ইসলাম বাঙালি
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
নশ্বর পৃথিবীতে অবিনশ্বর আত্মা
লাশ পঁচে যায় কঙ্কাল হয়
তবুও সে বেঁচে থাকে।
সেটা আমি নই
আমি শুধুই পঁচে যাওয়া মাংস।
আমি মরে যায়
স্মৃতি হিসেবে রেখে যায় কঙ্কাল
আত্মা হয়তো আমার দূরসম্পর্কের আত্মীয়।