শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর গুরুতর আহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় উল্লাপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজাদ হোসেনকে, জয়নাল ও তার লোকজন মেরে গুরুতর আহত করেছেন । আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার শীপ্পুর গ্রামে ।

আজাদ কাউন্সিলরের ভাতিজা জাকারিয়া জানায় গ্রামের মৃত সোলেমান ড্রাইবারের ছেলে জয়নাল গত বুধবার একটি মেয়ে নিয়ে পার্শ্ববর্তী উপজেলার গাড়াদহ গ্রামে ধরাপরে মারধর খালে তার জের ধরে বৃহস্পতিবার বেলা ১ টার দিকে জয়নাল সহ তার লোকজন কাউন্সিলর আজাদ হোসেনরে বাড়ি ভাঙ্গচুর শুরু করে । খবর পেয়ে আজাদ দ্রুত হুন্ডা নিয়ে বাড়ির কাছা কাছি এলে জয়নাল ও তার লোকজন আক্রমণ করে এবং এলোপাতাড়ি মাথায় দা দিয়ে কোপায় এবং রড দিয়ে বেদম মারতে থাকে ।

এক পর্যায়ে সে মাটিতে লুটে পরে । আসেপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে । অপর দিকে ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম জানায় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজাদ, জয়নাল সহ গ্রামের কয়েক জনের নামে ডাকাতি মামলা করে । ওই মিথা কেছে না পেরে গত বুধবার আজাদের লোকজন জয়নালকে ধরে গাড়াদহ গ্রামে নিয়ে গিয়ে মারধর করে। এ বিষয়ে আজাদের কাছে বিচার চেয়ে না পাওয়ায় জয়নাল মারপিট করেছে বলে জেনেছি ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।