পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ চাটমোহর বালুচর খেলার মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তার নিজ গ্রাম হরিপুর আগ শোয়াইল গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, আগের দিন বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পাবনা-১ সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু, পাবনা-৩ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য এ্যাড. একেএম সামসুদ্দিন খবির, সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ বিভিন্ন ব্যক্তি মহল থেকে গভীর শোক জ্ঞাপন করেছেন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।