আন্তর্জাতিক মাতৃভাষা অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পাবনা চাটমোহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।“সামাজিক বন্ধন” নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে এবং “চাটমোহর ডাক্তার খানার” সহযোগিতায় পৌর সদরের আফ্রাতপাড়া এলাকায় বুধবার (২১ ফেব্রুয়ারি) এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনটির উপদেষ্টা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন।
এসময় সামাজিক বন্ধনের উপদেষ্টা গানের শিক্ষক জামিউল ইসলাম কাবলী, এনামুল হক, আব্দুর রশীদ, মাহবুব হাসান লিটু, সভাপতি সালাউদ্দিন সাব্বির, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সেজানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. আলমগীর হোসেন দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগিকে ফ্রি ব্যবস্থা পত্র ও ওষুধ দেন।