পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলজার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বুধবার (২১ ফেব্রুয়ারি) হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানসহ নামাজে জানাজা করা হয়। জানাজা শেষে হান্ডিয়াল ভেংড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, আগের দিন মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডিয়াল শাখার সাবেক সভাপতি ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেনের মৃত্যুতে পাবনা-৩ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।