শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৬

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী সবুজ সিএনজির সঙ্গে প্রাইভেটের কারের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ৫ যাত্রী গুরুতর আহতের ঘটনা ঘটেছে। দূর্ঘটনাস্থল থেকে  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে আহত রোগির স্বজনরা না থাকায় নিজের খরচে আহত মোহাম্মদ মিল্টন মোল্লা (২৭) নামের একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত বুধবার (২১ ফ্রেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের ঈশ্বরদী-সাহাপুর মসজিদ মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক মোঃ শরীফ ( ৪০) ঈশ্বরদী আওতাপাড়ার জামাল মিয়ার ছেলে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম দূর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দ্রুততার সঙ্গে উন্নত চিকিৎসার জন্য রামেকে প্রেরণের ব্যবস্থা করেন। অভিভাবকহীন এক রোগিকে নিজের পকেটের টাকা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনাটিতে ভূয়সী প্রশংসায় ভাসছেন ওসি রফিকুল ইসলাম। এরআগেও বেশ কয়েকটি ঘটনার কারণে সবাই বর্তমান ওসি রফিকুল ইসলামকে মানবিক ওসি হিসেবে মনে করছেন। গুরুতর আহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের জল্লাদখালিপাড়ার মজিবুর রহমানের ছেলে মোহাম্মাদ মিল্টন, ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামের সোহরাব প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক, পাবনার দাপুনিয়ার আজাহার প্রামানিকের ছেলে উজির হোসেন, প্রাইভেটকারের যাত্রী পাবনা সদর থানার বাগচিপাড়ার আব্দুল মান্নানের মেয়ে আখি খাতুন ও কামালপুর গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে মোঃ সুমন। থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনার সময় পাকশীর রুপপুর থেকে ৬ যাত্রী নিয়ে আওতাপাড়ায় যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের মাঝে চলে আসে। এই সময় আওতাপাড়া থেকে রুপপুরের দিকে আসা প্রাইভেটকারের সঙ্গে সিএনজিরটি মুখোমুখি সংঘর্ষ লেগে এই দূর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নিশাত হাসনা আনজুম জানান, আহতদের অবস্থাগুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজনের কোন অভিভাবক না থাকায় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম স্যার নিজের খরচে রামেক প্রেরণ করে মানবতার পরিচয় দিয়েছেন। গুরুতর মোহাম্মাদ মিল্টন মোল্লার মা শেফালী বেগম জানান, ঘটনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের পরিবারের কেউ ছিল না। কিন্তু আমার ছেলের অবস্থা খুবই খারাপ। থানার ওসি সাহেব যদি দয়া করে আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এম্বুলেন্স ভাড়া দিয়ে না পাঠাতেন তাহলে আমার ছেলেকে বাঁচানো সম্ভব হতো না। যদিও আমার ছেলের অবস্থা এখনও ভাল না। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আমি মানবিক দিক বিবেচনা করে গুরুতর আহত অভিভাবকহীন রোগিকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। পুলিশরা সব সময়ই ভাল কাজের সঙ্গে থাকে। অসহায় ও বিপদগ্রস্থদের সহযোগিতা করে। আমিও তাই করেছি। বাঁচামরণ আল্লাহর হাতে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।