পাবনার ফরিদপুরে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বনওয়ারীনগর সরকারি করোনেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১২ তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) দিনব্যাপি বিদ্যালয় মাঠ চত্বরে এই বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক (নৃত্য) প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়া দিবসের সূচনা লগ্নে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন জাতীয় সংগীত, শপথ বাক্য পাঠ শেষে বার্ষিক ক্রীড়া শুভ সূচনা করেন উক্ত অনুষ্টানের সভাপতি ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: শিরিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, সহকারী কমিশনার ভূমি মোসা: মুর্শিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান ও বিদ্যালয় শিক্ষক কর্মচারিবৃন্দ।
এর পর শিক্ষার্থীদের অংগ্রহণে কুচকাওয়াজ শেষে দিনব্যাপি ক্রীড়ামতি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। দিবসের পড়ন্ত বেলায় বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনজ্ঞ সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসান তারিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।