পাবনার চাটমোহরে তিন ফসলী জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের বোথরে ও ছাইকোলা ইউনিয়নের বরদানগর নামক স্থানে তিন ফসিল জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম জানান, উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর এলাকায় তিন ফসলি জমিতে এক্সেভেটর (ভেকু) দিয়ে পুকুর খননের সময় অভিযান পরিচালনা করা হয়। তবে খবর পেয়ে এক্সেভেটরের চালক পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উভয় স্থানেই এক্সেভেটরের ইঞ্জিনের ব্যাটারি জব্দ করা হয়।

শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহরে তিন ফসিল জমিতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪