শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে আগুনে পুড়ে বেকারি কারখানা ছাই, আহত ২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

পাবনার ফরিদপুরে বেড়হাউলিয়া বাজারে নাঈম বেকারি এন্ড ফ্যাক্টরি কারখানা

আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বেকারি ফ্যাক্টরির মালিক মোঃ আফজাল হোসেন বলেন কর্মচারীরা বুঝে ওঠার আগে এই আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে দুইজন লোক আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের সাথে কথা বলে জানা যায় আগুনের খবর তারা ফায়ার সার্ভিসে জানানোর জন্য যে মোবাইল নাম্বার দেয়া সেটিতেবার বার বার চেষ্টা করার পরও তারা পায়নি । তারা জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ কল দিয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে । ততক্ষণে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। ফ্যাক্টরির মালিক বলেন তার, প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মালামালসহ সমস্ত মেশিনারিজ অগ্নিকান্তে পুড়ে নষ্ট হয়ে গেছে। সে বিভিন্ন এনজিও থেকে লোন করে ব্যবসা পরিচলনা করেন। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেন সরকার কতৃক পূর্বের মোবাইল নাম্বরটি বন্ধ করে নতুন মোবাইল নম্বর চালু করা হয়েছে। এটি আমরা বিভিন্ন এলাকায় এবং উপজেলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার মাধ্যম প্রকাশ করেছি।ভুল বুঝাবুঝির কারণে ফায়ার সার্ভিসের গাড়িটি পৌঁছাতে দেরি হয়।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ