ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে ঈশ্বরদীর বিবিসি বাজারে এই প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মোঃ রেজাউল করিম রাজার সঞ্চালনায় অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার বিচার চেয়ে বক্তব্য প্রদান করেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পাকশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হুব্বুল, সাধারণ সম্পাদক বাবু মন্ডল, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা তহুরুল আলমসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়ির সামনে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় উপস্থিত বক্তারা বীর মুক্তিযোদ্ধা সেলিম হত্যার পাঁচ বছর অতিবাহিত হলেও খুনি চিহ্নিত না হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেন এবং দুঃখ প্রকাশ করেন। এসময় বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সেলিম হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের অনতিবিলম্বে সনাক্ত করে আইনের আওতায় আনা না হলে সকল মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি দিবো বলে জানান তিনি।
প্রতিবাদ সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম।