“যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় ,তবু চলে যায়” কবির এ ভাষাকে বুকে ধারন করে সলঙ্গায় নারী শিক্ষার বিদ্যাপিঠ আংগারু এসএ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় হলরুমে ছাত্রীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকমল হোসেন বাদশা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুসনে আরা। শিক্ষক আ: মমিন ও তরিকুল ইসলামের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল হক,সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ অনেকে।বিদায় বক্তব্য পাঠ করে বিদায়ী ছাত্রী লামিয়া,ছোয়া,১০ম শ্রেণীর লাবণী,৯ম শ্রেণীর সাবিহা,৭ম শ্রেণীর জান্নাতি।উল্লেখ্য,এ বছরে অত্র বিদ্যালয় থেকে মোট ৩৯ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে।শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা ও উজ্জল ভবিষ্যৎ কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আংগারু এসএ বালিকা বিদ্যালয়ে বিদায়-বরণ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪