শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একই স্মার্ট কার্ডে চার ধরনের ‘ভাঙ্গুড়া’ বানান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় পৌরসভায় বিতরণকৃত জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডে চার ধরনের বানানে ‘ভাঙ্গুড়া’ লেখা হয়েছে। রাস্তা, গ্রাম, ডাকঘর ও উপজেলার স্থানে ভিন্ন ভিন্ন বানানে ‘ভাঙ্গুড়া’ লেখা হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বহীনতা ও উদাসীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা।

জানা যায়, গত ৩১ জানুয়ারি থেকে ভাঙ্গুড়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এতে প্রথম তিন দিন ভাঙ্গুড়া পৌরসভার প্রায় ১৫ হাজার ভোটারকে স্মার্ট কার্ড দেয়া হয়। পৌরসভার ভাঙ্গুড়া বাজারে বসবাসরত ভোটারদের এসব স্মার্ট কার্ডে গ্রাম বা রাস্তার স্থানে ভাঙ্গুড়া বাজার, ভাঙ্গুরা বাজার, ডাকঘরের স্থানে ভাঙগুড়া-৬৬৪০, ভাংগুড়া ও পৌরসভার নাম ভাঙ্গুরা লেখা হয়েছে। একই স্মার্ট কার্ডের চার ধরনের ভাঙ্গুড়া বানানে চরম বিস্মিত কার্ড সংগ্রহকারী ভোটাররা।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওবায়দুল ইসলাম বলেন, একই ব্যক্তির স্মার্ট কার্ডে চার ধরনের ভাঙ্গুড়া বানান দেখে চরম হতবাক হয়েছি।
পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর বরাত আলী বলেন, ‘ভাঙ্গুড়া’ শব্দটি সব জায়গায় একই রকমভাবে লেখা প্রয়োজন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলব। যাতে পরবর্তীতে ভোটাররা কোনো সমস্যায় না পড়ে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার আতাউর রহমান বলেন, ২০০৭ সালে প্রথম ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। ওই সময় তথ্য ইনপুটে এমনটা করেছিল তথ্য সংগ্রহকারীরা। যে কারণে ভাঙ্গুড়া নামটি বিভিন্নভাবে লেখা রয়েছে। তবে পরবর্তীতে যারা ভোটার হয়েছে তাদের স্মার্ট আইডি কার্ড ঠিক আছে। বিভিন্ন ধরনের ভাঙ্গুড়া লেখা স্মার্ট কার্ডের বিষয়ে ঊর্ধ্বতন দপ্তরকে জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।