পাবনার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় অগ্নিকান্ডে প্রায় দশ লক্ষা টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ১.৩০ সময়ের দিকে চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
আসাদুল ইসলামের বলেন, তিনটি টিনশেড ঘরের মধ্যে একটিতে বয়লারের খামার ছিলো। বৈদ্যুতিক কাজ করতে গিয়ে আগুনের সুত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুণ চারদিকে ছড়িয়ে পরে। এঘটনায় মোট ৫ টি ঘর, ২ টি ফ্রিজ, ৩ টি টেলিভিশন, নগদ অর্থ, আসবাবপত্র ও ৩০০ টি মুরগী পুরে ছাই হয়ে যায়। পরে আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।
চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণ লাগে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহরে অগ্নিকান্ডে ৫ ঘর পুরে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪