পাবনার চাটমোহরের হান্ডিয়ালে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘হান্ডিয়াল প্রেক্লাব’। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে প্রায় শতাধিক শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হান্ডিয়াল প্রেসক্লাবে’র প্রতিষ্ঠতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ হান্ডিয়াল শাখার সভাপতি ও হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রবিউল করিম, আওয়ামী লীগ হান্ডিয়াল শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রামাণিক, ইউপি সদস্য মোঃ রওশন আলী, ডাঃ মোঃ কোরবান আলী, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ হান্ডিয়াল প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

শনিবার , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪