বসন্ত ঘুরে শুভ আসে
রঙমহলের রঙে ভাসে,
ধূলিমাখা হাঁটার পথে
ঝরছে পাতারা শপথে|
ভর দুপ্পুর রোদে ফাটে
ক্লান্ত বক্ষে তৃষ্ণায় মেটে,
কিচিরমিচির কোলাহল
পাথরে ভেজায় তৃপ্তিজল|
মৃত ধূসর শহর মানায়
শেষার্ধে স্বাগত জানায়,
শতমূর্ছনা ভুলে উচ্ছ্বাস
সাদাপলাশে রঙ বিলাস|
শূন্যের ডালে ফুলে ভরে
সাজে চিত্ত বরনের তরে,
প্রহর গুনে আগমন যার
ধরণীতে বসন্তরঙ সবার|