পাবনার চাটমোহরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে দু’দিনব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোছাঃ ফিরোজা পারভীন ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। গত সোমবার সকালে মেলার উদ্বোধন করা হয়। মেলায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেন।
মঙ্গলবার , ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪