পাবনার ঈশ্বরদীতে পৃথক পৃথক অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্প সদস্যরা। আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকার মৃত খেদ আলী মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম রবি (৩৫),। একই এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান রাসেল (২৭),। চুয়াডাঙ্গার দর্শনার মোবারকপাড়ার রুস্তম মোল্লার ছেলে মোঃ তুবেল মোল্লা (২৮) ও একই উপজেলার শান্তিনগর এলাকার মৃত পিরু মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (৩০),। আজ (সোমবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান। র্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) নির্দেশনায় রবিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীর কালিকাপুর বাজারস্থ মহাসড়কের নবাব মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল সেট,৩ টি সিমকার্ড ও নগদ ৪৮০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। একই দিনে ঈশ্বরদীর কালিকাপুর সুগারমিল মোড়ের রাস্তায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল ফোন সেট, ৪টি সিমকার্ডসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা প্রত্যকেই মাদক কারবারী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত সবাইকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের পাবনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে ১৩০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪