আমরা যমুনার চরবাসী
যমুনার সাথে আড়ি,
যাতায়াতের বাহন
একমাত্র গরুর গাড়ী ।
যমুনার করাল গ্রাসে
কতবার ভাঙল বাড়ী,
মালামাল বহনে
কাজে লাগে গরুর গাড়ী ।
চর এলাকায়
বর কনে বাহন গরুর গাড়ী,
ভাঙ্গা রাস্তার ঝাকুঁনীতে
আনন্দের থাকেনা জুড়ী ।