সুজানগর উপজেলা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জনসংযোগ। এ লক্ষ্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন উপজেলার বিভিন্ন বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। সরকারের উন্নয়ন জানান দিতে এ সংক্রান্ত লিফলেটও বিতরণ করছেন। জনসংযোগের অংশ হিসেবে শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে উপজেলার দুলাই ইউনিয়নের রাইশিমুল, শান্তিপুর ও ইসলামপুর সহ কয়েকটি গ্রামে উঠান বৈঠক করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শাহিন।
এসময় ভোট দিয়ে পুনরায় তাদের (উপজেলাবাসী) সেবা করার সুযোগ চান শাহিন। নানা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হতে পারে কিন্তু সবাইকে সচেতন থেকে যোগ্য লোককে বেছে নিতে হবে বলেও স্থানীয়দের প্রতি আহ্বান জানা তিনি। সুজানগরকে একটি স্মার্ট উপজেলায় রুপ দিতে যোগ্য প্রতিনিধির বিকল্প নেই এবং সে কারণেই আধুনিক সেবাদান ও উন্নয়ন সাধনে দক্ষ কারিগরকে বেছে নেবার আহ্বানও জানান শাহিন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, জেলা পরিষদ সদস্য আনোয়ার আহম্মেদ, আ.লীগ নেতা কুতুব উদ্দিন, হাশেম ও জাকির বিডিয়ার সহ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।