বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পশুরহাটে এসিল্যাণ্ডের ব্যতিক্রমী অভিযান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:

অভয়নগরে কোরবানি ঈদের পশুর হাটে ব্যতিক্রমী অভিযান চালিয়ে প্রশংসিত হচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম। প্রতিদিনই উপজেলার বিভিন্ন পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন তিনি। বুধবার উপজেলার চাকই ও মঙ্গলবার নওয়াপাড়া বাজারের প্রধান পশু হাটে গিয়ে দেখা যায়, হাটের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম মাস্ক বিহীন ক্রেতা-বিক্রেতাকে জরিমানা না করে উপহার হিসেবে মাস্ক পড়িয়ে দিচ্ছেন।

 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম বলেন, ‘জেল-জরিমানা নয়, স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান স্যারের নির্দেশনায় মাস্ক দেয়া হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন পশুর হাটে মাস্কের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। এ ধরণের কর্মকা- অব্যাহত থাকবে বলে তিনি জানান’।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।