কলেজ মাঠের কোনে
আমগাছের নিচে দাড়িয়ে,
একাকী বসে থাকত
অপলক দৃষ্টিতে চেয়ে ।
সে ক্লাসে বসতো
একদম সকল বেঞ্চের পিচে,
ভাবতো সবাই তাকে নিয়ে
অজপাড়া হতে এসেছে ।
ক্লাসের ফাঁকেও
মিশতো না কারও সাথে,
দুঃখময় স্মৃতি দেখা যেত
তার দু চোখের কোনেতে ।
পরীক্ষায় ফাস্ট হয়ে
করছে স্কুলের মাস্টারী,
সেই সাথে বিয়ে করে
হয়েছে সংসারী ।
সেই মেয়েটির জীবন-সফলতা
জানা প্রয়োজন সবার,
শিক্ষকতা ছেড়ে এখন
উপজেলার নির্বাহী অফিসার ।