পাবনার চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক আমাদের বড়ালের ১২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার ২৪ জানুয়ারি সকালে পৌর সদরের স্থানীয় একটি সংস্থার হল রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে আলোচনা সভায় দৈনিক আমাদের বড়ালের উপদেষ্টা সালাম সরকারের সভাপতিত্বে ও সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, অধ্যক্ষ আব্দুর রহিম কালু,চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মকলেছুর রহমান বিদ্যুৎ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক আখেজ উদ্দিন প্রমূখ।
পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।