ফিরে যেতে মন চায়
সেই কৈশোরের দুরন্তপনায়,
মুক্ত হাওয়ায় ডানা মেলে
সহপাঠীদের সাথে আড্ডায়।
ডা: নিতাই কাকার দোকান
মন যেতে যায়,
চোখ ডুবে থাকতে
সবগুলো খবরের পাতায়।
কলেজ মাঠে ঘাসের উপর
মন যেতে চায়,
সহপাঠীদের সঙ্গে
বাদাম খাওয়ার আড্ডায় ।
নিস্কৃতিদির পিএনপির
সেই পথ নাট্যশালায়,
থ্রীস্টার নাট্য গোষ্টীর ব্যানারে
ফিরে যেতে মন চায় ।
মুক্তমনে ঘুড়ে বেড়াতে
মৃদু মিষ্টি সন্ধা বেলায়,
বন্ধুদের ঘুরে বেড়াতে
ফিরে যেতে মন চায় ।
বাজারে নেতাদের সাথে
চায়ের কাপের আড্ডায়,
রাজনীতির আলোচনায়
ফিরে যেতে মন চায় ।