শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় স্ত্রীকে হত্যার ৯ দিন পর স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
সাভারের আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে আত্মগোপনে থাকার ৯ দিন পর স্বামী শেখ রাব্বীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। র‍্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী স্বীকার করেছেন পরকীয়ার সন্দেহেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন তিনি। গ্রেপ্তারের পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র‍্যাব।
রবিবার (২১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার আসামীকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার (২০ জানুয়ারি) যশোরের মনিরামপুর থানার রহিত শেখপাড়া এলাকা থেকে শেখ রাব্বীকে গ্রেফতার করে র‍্যাব-৪ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানিক দল।
গ্রেফতারকৃত শেখ রাব্বী সাতক্ষীরা জেলার তালা থানার মহল্লাপাড়া গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন গাড়ির চালক। হত্যাকান্ডের শিকার সুমাইয়া খাতুন খুলনা জেলার পাইকগাছা থানার মালথ গ্রামের মো. মনির উদ্দিন মোড়লের মেয়ে। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ৩ বছর আগে তারা প্রেম করে বিয়ে করেছিলেন। তারা দুজনেই আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
র‍্যাব জানায়, গত ১১ জানুয়ারি দুপুরে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শেখ রাব্বী সুমাইয়ার গলা টিপে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরে বাসায় তালা দিয়ে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পরের দিন গত ১২ জানুয়ারি নিহত সুমাইয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মো. মোশারফ হোসেন মোড়ল।
র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লে কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন রাব্বী। কারণ হিসেবে স্ত্রীর পরকীয়ায় জড়িত থাকার কথা বলেছেন। এ নিয়েই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হত।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, আসামীকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।